চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইল গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর । পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত্রি ৯টা দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর সর্বত্র ছড়িয়ে পড়লে পুরো এলাকা নেমে আসে শোকের ছায়া।
বুধবার সকাল ১১ টায় কাহেতা হাই স্কুল মাঠে রাষ্ট্রিয় সর্বচ্ছ সন্মান দেখিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ বাদশা মিয়ার যানাজা শেষে গ্রামের কেন্দ্রীয় করব স্থানে চিরনিদ্রায় শায়িত করেন। মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের বেশে ফিরেছিলেন এই মানুষটি। তিনি খালি হাতে চলে গেলেও রেখে গেলেন একটি স্বাধীন বাংলাদেশ। আজ বিদায় বেলায় সর্ব সাধারণ তাকে স্মরণ করছে শ্রদ্বার সাথে।মৃত্যু কালে দুই পুত্র সন্তান ও চার কন্যা সন্তানের জনক ছিলেন।
সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সিমা, গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মিনহাজ, ঝাওয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুক্তিযুদ্ধ।