বরিশালের আগৈলঝাড়া উপজেলার দাসেরহাট সীমান্ত ব্রিজ সংলগ্ন সড়কে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সজল সরদার (২৫) ফুল্লশ্রী গ্রামের সরোয়ার সরদারের পুত্র।
থানা অফিসার ইন চার্জ মে. গোলাম ছরোয়ার জানান- মঙ্গলবার সন্ধ্যায় আগৈলঝাড়া-গৌরনদী মহাসড়রেকর দাসেরহাট এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সজল সরদার, আরোহী নুরু মোল্লা ও মিন্টু বিশ্বাস আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক সজল সরদারকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথেই সজলের মৃত্যু হয়।