ছেলের বায়না পূরণ করতে এসে লাশ হয়ে ফিরলেন বাবা।এক ছেলে এক মেয়ে রেখে মহাপ্রস্থানে পাড়ি দিলেন।আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামের আহসান আলী(৫৫) নামে ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচ টার সময় বেলগাছি মালিথাপাড়া সোহরাব মাষ্টারের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত আহসান আলী আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বাইসাইকেল আরোহী আহসান আলী বাইসাইকেল চড়ে রাস্তার সাইড নিয়েই বাড়িতে ফিরছিলেন ফেরার পথিমধ্যে বেলগাছি মালিথাপাড়া সোহরাব মাষ্টারের বাড়ীর সামনে ঘোলদাড়ি থেকে আসা দ্রুতগামি একটি ড্রাম -ট্রাক সামনের দিক থেকে দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দেয়।ধাক্কার সাথে সাথেই ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
চালক ট্রাক রেখে দৌড়ে পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে নিয়ে এসে গণধোলায় দেয়।এবং হেল্পার দ্রুত গতিতে গাড়িটি চালিয়ে নিয়ে চলে গেলে আলমডাঙ্গা হাউসপুর এলাকার স্থানীয় লোকজন খবর পেয়ে গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক দ্রুত গতিতে লোকজন ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন গাড়িটি ভাংচুর ও হেল্পারকেও মারপিট করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে আসে।
মৃতের স্বজনরা জানায়, আহসান আলীর ছোট ছেলে দীর্ঘদিন ধরে বাইসাইকেল কেনার জন্য বাবার কাছে বাইনা নিয়ে আসে।ছেলের বাইনা পূরণ করতে বাবা আহসান আলী নিজের জামাইয়ের সঙ্গে ছোট ছেলের জন্য বাইসাইকেল ক্রয় করার উদ্দেশ্য আলমডাঙ্গাতে রওনা দেয়।
পূণ্য ক্রয় করে শশুড়ের নিকট রেখে জামায় মটরবাইকে করে আগেয় বাড়িতে চলে আসেন।পথিমধ্যে বাবার এমন দুর্ঘটনা ও মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে তার স্বজনরা ও এলাকার সর্বস্তরের মানুষ।
আলমডাঙ্গা থানার ইনচার্জ (ওসি ) সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি থানায় আটক করা হয়েছে যাহার গাড়ির নং-(কুষ্টিয়া ট- ১১-৩০-৮৬) গাড়ীর চালক কে গ্রেফতার করে জেল-হাজতে রাখা হয়েছে। লাশ ঘটনাস্থল থেকে নিয়ে থানায় রাখা হয়েছে এবং মৃত পরিবারের লোকজনও উপস্থিত আছেন। এ ব্যপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়েছি কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
#চলনবিলের আলো / আপন