ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইয়াসিন (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।(৭ অক্টোবর) বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ইয়াসিন উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের আঃ মতিনের পুত্র।
স্থানীয়রা জানান, সে একই ইউনিয়নের গারুয়া আনসারিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে দীর্ঘদিন ধরে পড়াশোনা করতো। ইতিমধ্যে কুরআনের হেফজ সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার বারোটার দিকে মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সাথে হাউজে গোসল করার সময় মাদ্রাসার বিদ্যুৎ সংযোগের আরথিং তারের সাথে সংস্পর্শে এসে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক শিক্ষক ও ছাত্ররা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জানা যায়, রাতে কোন ভাবে মাদ্রাসা সংলগ্ন বিদ্যুৎ এর কুটির আর্থীং তার ছিঁড়ে পুরো লাইন বিদ্যুৎয়িত হয়ে যায়। সে কুটি থেকেই মাদ্রাসার বিদ্যুৎ সংযোগ রয়েছে। ফলে সেখানকার আর্থিং তারও বিদ্যুৎতায়িত হয়ে এই ঘটনা ঘটেছে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য আবেদন করেছে। আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন