পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অটোবাইকের নিচে পড়ে সোমবার (৪ অক্টোবর) দুপুরে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম নুরজাহান বেগম(৭০)। তিনি কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবুল প্রামাণিকের স্ত্রী। দুর্ঘটনাটি ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাঁপাড়া ঢালানে সংঘটিত হয়।
বৃদ্ধার ছেলে শামীম হোসেন বলেন,আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় ডান দিক থেকে ছুটে আসা একটি অটো বাইকের নিচে তিনি পড়ে যান। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিট পুলিশিং অফিসার এসআই আনোয়াার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে বৃদ্ধার আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন