মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে ইজারা নেয়া সৌত পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার ( ১৯ জুন) বাদজুম্মা আনুষ্ঠানিকভাবে ২মণ ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা সৌত পুকুরে অবমুক্ত করেন মসজিদ কমিটি। এসময় উপস্থিত ছিলেন তোড়িয়া মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ হোসেন আলী , কমিটির অন্যান্য সদস্যগণ সহ মুসল্লিবৃন্দ।
সভাপতি বলেন, মুসল্লিদের অনুদানের অর্থ দিয়ে মসজিদ পরিচালিত হচ্ছে। মসজিদের উন্নয়নের জন্য মুন্সিপাড়ায় অবস্থিত সৌত পুকুর নামক বিশাল আকারের পুকুরটি জামালপুর জমিদারের ওয়ারিশ মোঃ খোকনের কাছ থেকে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মসজিদের নামে ইজারা নেয়া হয়েছে। সভাপতি বলেন, সৌত পুকুরে মাছ চাষের অর্থ দিয়ে মসজিদ পরিচালনায় যথেষ্ট সহায়তা পাচ্ছি। মসজিদ কমিটি আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতা কামনা করছেন।