মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন কোংসহ নতুন করে আরো ৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে, অর্থাৎ তার শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়াও মোঃ রফিক কমিশনারসহ ২, ড্রাইভার আরাফাত, ৩,মোঃ-নূর হোসেন (লামা থানা) ৪, হাসান উজ্জামান, লামা থানা, বান্দরবান ৫,ব্রাক কর্মী মিজানুর রহমান ও ৬,রাজবাড়ী আবুল হাসান রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা বাড়ালো ১৯জনে। এর মধ্যে ১২জন সুস্থ হয়েছেন।
শুক্রবার (১৯জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ রোবীন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন এর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ার পর পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। করোনা রিপোর্ট পজেটিভ হলেও বর্তমানে তিনি সুস্থ আছেন।
১৪দিন পর পরীক্ষার জন্য ফের তার নমুনা সংগ্রহ করা হবে। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ- জান্নাত রুমি বলেন, প্রাণঘাতী করোনা সংক্রমন এডাতে আক্রান্তদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইশোলেশন ও হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।