শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

ই-পেপার

তাড়াইলে করোনায় আরও ২ জনসহ মোট আক্রান্ত ৬৪ সুস্থ্য ৫০

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৫:৩৭ অপরাহ্ণ

নাঈম ইসলাম বাঙালি , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নতুন করে ২ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় মোট ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।উপজেলায় নতুন আক্রান্ত ২ জনের বাড়ি দিগদাইর ইউনিয়নের বরুহা এবং কল্লা গ্রামে। নভেল করোনাভাইরাসে সংক্রমিত ও সুস্হ্যতার দিকে লক্ষ করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলায় মোট ১৪ জন আক্রান্ত। তার মধ্যে ৭ জন তাড়াইল উপজেলার বাসিন্দা এবং পার্শবর্তী করিমগঞ্জ, ইটনা ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উজেলার ৭ জন আক্রান্ত।

 

এই ৩ টি উপজেলার লোকজন তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সটি তাদের কাছে থাকায় এখানেই নমুনা দেয়ার ফলে তাড়াইলের তালিকায় তাদের নাম এসেছে। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন ১৭ জুন বুধবার রাত ১১টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো আপডেট তথ্য অনুযায়ী তিনি তাড়াইল অনলাইন প্রেসক্লাব কে জানান, তাড়াইল উপজেলা থেকে মোট ৮৫৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো নভেল করোনা ভাইরাস পরীক্ষার জন্য।

 

তার মধ্যে মোট ৮২১ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। পেন্ডিং আছে ৩৫ টি নমুনার রিপোর্ট। তিনি আরও জানান, নভেল করোনাভাইরাস (কোভিট-১৯) এ তাড়াইল উপজেলায় বুধবার (১৭ জুন ২০২০) পর্যন্ত মোট ৬৪ জনের শরীরে সংক্রমিত হয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৫০ জন। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর