এম এস শবনম শাহীন(ক্রাইম রিপোর্টার):
নেত্রকোনার বিভিন্ন ঔষধের ফার্মেসীতে গত ১৭ই জুন বুধবার মোবাইলকোর্ট পরিচালনা করা হয়৷ মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ, অনুনমোদিত ঔষধ সরবরাহ, অনুপযুক্ত স্থান, নিম্নমানের ক্ষতিকর হ্যান্ড সানাটাইজার বিক্রয় ও অধিক মূল্যে ঔষধ বিক্রয়সহ বিভিন্ন অপরাধে নগদ অর্থদন্ড করা হয়।
নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার(ভূমি) ও আনসার ব্যাটেলিয়ন এর সদস্যদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোট ১৪ টি অভিযানে ৪৩,০০০/- টাকা জরিমানা সহ ১টি মামলায় ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।