মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারীতে ২০১৯- ২০ অর্থ বছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটোয়ারীর বাস্তবায়নে বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী উপজেলা কৃষি অফিস চত্ত¡রে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে ৩০জন ইন্টারনেট ব্যবহারকারী কৃষক প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য এবং কৃষি আবহাওয়া তথ্য সেবা নিয়ে দীর্ঘ সময় ধরে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কার্যক্রমে প্রজেক্টরের মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাক আহম্মেদ ও মানস কুমার রায়। প্রশিক্ষকগণ বলেন, ইন্টারনেট ব্যাবহারের মাধ্যমে আবহাওয়ার অগ্রিম তথ্য সংগ্রহ করে কৃষক ফসলের ক্ষতি রক্ষা করা সম্ভব।