শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সাবান, গ্লাব্স ও হেন্ডসেনিটাইজার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৮জুন) বিকাল সাড়ে ৪ঘটিকায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। কমলগঞ্জ পৌরসভার ০৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদের কাছ থেকে এসব সামগ্রী গ্রহণ করেন। কমলগঞ্জ পৌরসভার ০৯টি ওয়ার্ডের মানুষদের বিতরনের জন্য প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সমানভাবে ২০০টি করে সাবান, ১০০পিস করে হেন্ড গ্লাব্স ও ১০ বোতল করে হেন্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, আফজল মিয়া, মো: রমুজ মিয়া, মো: রফিকুল ইসলাম রুহেল, গোলাম মুগ্নি মুহিত, আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার শাপলা, সাংবাদিক সজীব দেবরায়, অমিত ধর, অর্জুন দেবনাথ নিধু প্রমুখ।