শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কবর স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২০, ৬:২৩ অপরাহ্ণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
প্রাণি মাত্র‌ই মৃত্যু অবধারিত। তবে মৃত্যর পর মানুষ স্থান হয় কবর বা চিতায়। সেখানেই চির নিদ্রায় শায়িত থাকতে হয়। আত্মীয় স্বজন তড়িগড়ি করে সৎকার করে । তারপর মৃত্যু ব্যক্তির কথা এক সময় সকলে ভুলে যায়।কবর বা চিতার পাশে তেমন কেউ আর মেতে চায় না। ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন
সেবাই হোক ব্রত, পথ চলাই অঙ্গীকার’’ শ্লোগানকে সামনে রেখে দিন বদলের শপথ ফাউন্ডেশনের ব্যানারে  একদল স্বেচ্ছাসেবী যুবক  কবরস্থান পরিস্কারের কাজ শুরু করেছে।
বুধবার  দুপুরে বৃষ্টি উপেক্ষা করে ঝালকাঠি শহরের পুরাতন পৌর কবরস্থান পরিস্কারের মাধ্যমে  কার্যক্রম শুরু করেছে। আগামী সাতদিনে পর্যায়ক্রমে তার শহরের সবগুলো কবরস্থান পরিস্কার করবে। উদ্যোক্তারা জানান, দীর্ঘ দিন ধরে পরিস্কার না করায় আগাছা ও ঝোপ-ঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে কবরস্থানগুলো। এতে করে মৃতদের কবর দিতে তাদের স্বজনদের কষ্ট হত।
এ কারণে ‘দিন বদলের শপথ ফাউন্ডেশনের’ সদসরা এ কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছে। উল্লেখ্য, গত বছর  সাগর হালদারের উদ্যোগে একটি দল শহরের সবগুলো কবরস্থান পরিস্কার করেছিল। যুবকদের এ মহতি কাজের প্রশংসা জানিয়েছে শহরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর