লিপু খন্দকার কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে জলাবদ্ধতায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। ব্যবসায়ী ও সাধারণ জনগণের অভিযোগ মহেন্দ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইট দিয়ে গেঁথে দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কারণে বুধবার মহেন্দ্রপুর বাজারের জমে থাকা রাস্তার পানিতে নেমে প্রতিবাদ করেছে ভূক্তভোগিরা। ভুক্তভোগী সামছুল খান, হুজুর আলী,সুলতান হোসেন সহ আরো কয়েকজন জানান, বৃষ্টির কারণে আমাদের দোকানের সামনে রাস্তায় পানি জমেছে।
বেশী বৃষ্টিপাত হলে অনেকের দোকানের মধ্যে পানি প্রবেশ করে বলে সামনের দিকে ইট দিয়ে গেঁথে দেয়া হয়েছে পানিরোধ করার জন্য। পানির কারনে ক্রেতা আসেননা আমাদের দোকানে। স্কুলের প্রধান ফটকের সামনে ইট গেঁথে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, ব্যবসায়ী ও সাধারণ জনগণের দুর্ভোগ নিরসনের জন্য পাইপ দিয়ে ২/১ দিনের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে স্কুল কর্তৃপক্ষ