আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
সকলে স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা সংক্রমণ রোধ করি। গাইবান্ধায় ১৬ জুন করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৮ জন। মোট আক্রান্ত ১৭৭ জন এদের মধ্যে ৫ জন মারা যায়। যাদের ৪ জনের মৃত্যুর পরে সনাক্ত হয় করোনা আর একজনের মৃত্যুর আগে। গোটা জেলায় আজ করোনা আক্রান্ত রোগী মিলেছে দফায় দফায় কিন্তু জনগণের মাঝে আজও জনসচেতনতা বাড়ছে না। স্বাস্থ্য বিধি মানছে না মানুষ তাই দিন দিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৭৭ জনে। আক্রান্ত ২৫ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা বর্তমানে সুস্থ্য স্বাভাবিক জীবন যাপন করছেন।
বর্তমানে ১৪৭ জন আইসোলিসনে রয়েছেন। তবে করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৭ জন। জেলায় গত ২৪ ঘন্টায় ৬৫৭ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জে ৮৮, গোবিন্দগঞ্জে ২২৬, সদরে ১৫০, ফুলছড়িতে ৩৭, সাঘাটায় ১৯, পলাশবাড়ীতে ৩৫ ও সাদুল্যাপুর উপজেলায় ১০২ জন। এদিকে করোনা ভাইরাস কোভিড ১৯ এর এই সময়কালে জেলার ৭ টি উপজেলায় ও ৪ টি পৌরসভায় ২ লাখ ১ হাজার ১ শত পরিবার কে ও ১৬ হাজার শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।