এবার আবহাওয়া অনুকূলে থাকায় সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের বাম্পার ফলন হয়েছে। তবে পর্যাপ্ত বৃষ্টির পানির অভাবে পাট পঁচাতে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও বাজারে পাটের দাম বেশি থাকায় পাট চাষীদের মুখে সোনালী হাসির ঝিলিক ফুটে উঠেছে। কম সময়ে,স্বল্প খরচে, অধিক লাভের আশায় পাট চাষের দিকে ঝুঁকছে থানার অধিকাংশ কৃষক।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, ১৪টি ইউনিয়নে চলতি মৌসুমে দেশীয়,তোষা জাত ও অন্যান্য জাতের মোট ১৬ শত হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এবার পাটের ফলন ও দাম বেশী হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। সলঙ্গা থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ইতিমধ্যেই পাট কাটা,পাতা ঝরানো , জাগ দেয়ার কাজ প্রায় শেষ হয়েছে। এখন পাট ধোয়া ও শুকানোতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
পাট ধোয়ায় যেমন কৃষক ব্যস্ত তেমনি বাড়িতে মহিলারাও পাট ও পাট খড়ি শুকাতে ব্যস্ত। নিজেদের পাশাপাশি অনেকেই পাট খড়ির বিনিময়ে অন্যের পাট ছাড়িয়ে দিচ্ছেন।
চাষিদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে পাট চাষে সব মিলে খরচ হয় ৪ থেকে ৫ হাজার টাকা। ফলন ভালো হলে বিঘা প্রতি প্রায় ৮-১০ মণ পাট পাওয়া যায়।
আজ সোমবার (২৩ আগস্ট) সকালে সলঙ্গা হাটে গিয়ে দেখা যায়, বগুড়া,ধুনট,শেরপুর,বেড়া,জামালপুরের অনেক ব্যাপারী পাট কিনতে সলঙ্গা হাটে এসেছেন। তারা জানান, প্রকার ভেদে প্রতিমণ পাট ২ হাজার ৮০০ টাকা হতে ৩ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের ভালো ফলন ও দাম পেয়ে চাষিদের মুখে ফুটে উঠেছে স্বপ্ন পূরণের হাসি।
#চলনবিলের আলো / আপন