সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরে বড়াইগ্রামে ট্রাক উল্টে ভ্যানের উপর পরে ওহাব (৩৩) ও স্বর্ণা খাতুন (২২) নামের ভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। অক্ষত অবস্থায় উদ্বার করা হয়েছে তাদের একমাত্র ৫ বছরের সন্তান হাবিবা। আজ সোমবার দুপুর ১ টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত দম্পতি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের খতিবের সন্তান।
বনপাড়া দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, নাটোর থেকে পাবনা গামী ধান বোঝাই একটি ট্রাক (যশোর গ ১১-০৮৫৬) বনপাড়া বাজারে পৌছার আগেই রাস্তার গর্তে পরে উল্টে গিয়ে পাশ দিয়ে চলাচল কারী ব্যাটারী চালিত অটোভ্যানের উপরে পরে যায়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী দম্পতি নিহত হয়। অক্ষত অবস্থায় তাদের মেয়েকে উদ্বার করা সম্ভব হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খন্দকার শরিফুল ইসলাম বলেন, চালক পলাতক রয়েছে। ট্রাক আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।