পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে মতিউর রহমান খাঁন নামক এক ব্যক্তির বসতবাড়ি। সোমবার ভোর রাতে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ৭ং ওয়ার্ডের শাহনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মৃত ফকির খাঁর পুত্র। আগুনে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে নিঃস্ব হয়েছেন মর্মে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের ।
জানা গেছে, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে হঠাৎ আগুন দেখে জেগে উঠে পরিবারের সদস্যরা দ্রুত প্রাণ নিয়ে ঘর থেকে বাহির হন। কিন্তু তেমন কোনো জিনিস ঘর থেকে বের করতে পারেনি । পরে চাটমোহর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার স্টেশন অফিসার মো. মইনুর রহমান এর নেতৃত্বে একটি ইউনিট ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ততক্ষনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা, মোটর সাইকেল, আসবাব পত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করেছেন স্থানীয় জন প্রতিনিধিরা।
ঘটনার বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মইনুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
#চলনবিলের আলো / আপন