শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

ই-পেপার

শেবাচিমে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০, ৬:১৯ অপরাহ্ণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
শেবাচিম হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি এবং উপসর্গ নিয়ে আরও তিন জন মারা গেছেন। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সূত্রমতে, রবিবার সকাল আটটার দিকে করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার খবির উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা, ১৩ জুন বিকেলে বন্দর থানাধীন মুশুরিয়া এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম (৭৫) নামের এক বৃদ্ধ, এয়ারপোর্ট থানার বড়ইকান্দি এলাকার হাবিবুর রহমান (৬০) মৃত্যুবরন করেছেন। এছাড়া পটুয়াখালী সদরের চাঙ্গাখালী এলাকার আমজেদ মুন্সীর পুত্র বজলুর রহমান (৫৮) করোনায় আক্রান্ত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর