মোঃ আঃ আলিম সরদার,রাজশাহী:
বাংলাদেশ আওয়ামী লীগ এর বর্ষীয়ান নেতা ও ধর্ম মন্ত্রণালয়ের সফল মাননীয় প্রতিমন্ত্রী জননেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও তাহেরপুর পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এক শোক বার্তায় মেয়র কালাম বলেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন আওয়ামী লীগের ত্যাগী ও নিবেদিত নেতা।
গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন তিনি। বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করার উদ্দেশ্যে সরকারি চাকুরী ছেড়েছিলেন তিনি। দলের জন্য তার এই আত্মত্যাগ কখনো ভুলবার নয়। মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মেয়র কালাম।
উল্লেখ্য, সিএমএইচ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।