নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল)কিশোরগঞ্জঃ-
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় (কোভিড-১৯) করোনা রোগী শনাক্তকরণে জানা যায়, তাড়াইল উপজেলায় মোট আক্রান্ত ছিল ৬২ জন তার মধ্যে নতুন আর কোনো রোগী আক্রান্ত হয় না। ১৩-০৬-২০২০ইং নতুন আক্রান্তের সংখ্যাঃ০০ নতুন সুস্থ-০০,মৃত্যুঃ-০০। তাড়াইল উপজেলায় মোট ৬২ জন করোনা রোগীর মধ্য সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে ৩৩ জন।
আর তাড়াইল উপজেলায় আদৌ কোনো করোনা রোগী মৃত্যেবরণ করে নাই। আজ নতুন করে কোনো আক্রান্তের সংখ্যা দেখা যায় না। তাই এ উপজেলায় এখন স্বাভাবিক অবস্থায় পরিনত হয়েছে।