রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এবং জেলা প্রশাসক। পৃথক শোকবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন। এছাড়াও বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।
আবুল হাসানাত আবদুল্লাহ তার মোক বার্তায় বলেন, নাসিমের মৃত্যুতে দেশ হাড়ালো দেশ প্রেমিক কর্মী বান্ধব এক নেতাকে আর আমি হাড়ালাম আমার বিস্বস্ত সহোযোদ্ধা বন্ধুকে।