আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার গত ২৪ ঘন্টায় নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ইপিআই টেকনিশিয়ান, একজন পরিসংখ্যান কর্মচারী ও ইতোমধ্যে আক্রান্ত স্বাস্থ্যসহকারীর পরিবারের ৪ সদস্য রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ মোঃ আমরুল্লাহ। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে মোট ২৪ জন আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়েছেন ৫জন।