সদা পরিশ্রমী,দক্ষ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নিবেদিত প্রাণ পুলিশ অফিসার, সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী শেরে বাংলা স্মৃতি সম্মাননা পেলেন।তার কর্মময় কাজে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে সলঙ্গা থানার সকল পুলিশ অফিসার সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে বিট পুলিশিং কাজে সেবা প্রদান পুর্বক আইন শৃঙ্খলার যথেষ্ট ভূমিকার স্বীকৃত স্বরুপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, ওসি আব্দুল কাদের জিলানী সলঙ্গা থানায় যোগদানের পর থেকে থানা এলাকায় চুরি, ডাকাতি,মাদক,জুয়া,ইভটিজিং,বাল্য বিয়ে বন্ধের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধান করায় তিনি সলঙ্গাবাসীর কাছে একজন আস্থাভাজন ওসি হিসেবে সাড়া পেয়েছেন।
সার্বিক দিক বিবেচনা করেই বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে তাকে এ পুরস্কার তুলে দেন।
#চলনবিলের আলো / আপন