সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

আমরা সিরাজগঞ্জবাসী অভিভাবক হারালাম-ডাঃ হাবিবে মিল্লাত এমপি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২০, ৫:১৫ অপরাহ্ণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

জাতীয় নেতা ক্যাপ্টেন এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জের অভিভাবক বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। তাঁর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হবার নয় বলেন জানান ডাঃ মিল্লাত। শনিবার (১৩ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

 

ডাঃ মিল্লাত বলেন, জাতীয় ৪ নেতার অন্যতম নেতা ক্যাপ্টেন শহীদ এম. মনসুর আলীর সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন । তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত, ডাক ও টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৪ দলের সমন্বয়ক আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শূণ্যতার সৃষ্টি হলো তা অপূরণীয়। আমরা সিরাজগঞ্জবাসী আমাদের অভিভাবককে হারালাম।

 

দেশের রাজনৈতিক ইতিহাসে আলহাজ মোহাম্মদ নাসিম এমপি’র নাম চিরস্বরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর অন্যতম ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর