বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলার রামগড়ে নতুন করে ৭জন পুলিশ সদস্যসহ ৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুর রহিম জানান এনিয়ে উপজেলায় ১৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদস্যদের আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার সাব-ইন্সপেক্টর মুজিবুর রহমান জানান,রামগড় ফরেনার্স পুলিশ চেকপোস্টের ৪জন, রামগড় থানার ২জন এবং নাকাপা পুলিশ ফাঁড়ির ১জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মাঝে একজন পুলিশ সদস্য ছুটিতে আছেন।
সূত্রমতে, নতুন করে আক্রান্ত ৮ জনের মধ্যে ৭জন পুলিশ সদস্য,এবং একজন ফার্মেসিতে কর্মরত। উপজেলায় এ নিয়ে করোনায় ১৩জন আক্রান্তের বিপরীতে সুস্থ্য হয়েছেন ১জন।
রামগড় উপজেলার নির্বাহি কর্মকর্তা আ.ন.ম. বদরুদ্দোজা জানান সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ায় রামগড় ফরেনার্স চেকপোস্টের পুলিশ ফাঁড়ি লকডাউন করে আত্রান্ত পুলিশ সদস্যদের হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।