রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামের একটি জনসাধারণের চলাচলের রাস্তা নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফানের কারনে নদী গর্ভে রাস্তাটি প্রায় বিলীন হয়ে গেছে। এই রাস্তাটি পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠির আওতাধীন। বর্তমানে সাধারণ মানুষের চলাচলে রাস্তাটি সম্পুর্ন অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি গাবখান নদীগর্ভে প্রায় বিলীন হতে বসেছে।এখানে দুইটি বড় বাজার আছে প্রতি সপ্তাহে দুই দিন হাট বসে,একটি স্কুল, একটি মহিলা মাদ্রাসা ও একটি নুরানী মাদ্রাসা রয়েছে।শেখেরহাট দুটি কলেজের শিক্ষার্থীদের চলাচলের এটি একমাত্র রাস্তা। প্রতিদিন অনেক লোকজন চলাচল করে এই রাস্তা দিয়ে। রাস্তার এই পরিস্থিতিতে মানুষ গুলো এখন অসহায়।
দীর্ঘদিন এই রাস্তাটি অবহেলিত থাকলেও এ যাবত পানি উন্নয়ন বোর্ড রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি।এ ব্যাপারে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এলাকাবাসীর দাবি পানি উন্নয়ন বোর্ড অতি দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণ করবেন।