জহরুল ইসলাম (জীবন) হরিপুর / ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও হরিপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “অক্সিজেন” এর সভাপতি হলেন মোজাহেদুর ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর। আজ দুপুরে অক্সিজেনের নির্বাহী কমিটি এই নোটিশটি ঘোষণা করে। অক্সিজেনের প্রতিষ্ঠাতা ও নবসভাপতি মোজাহেদুর ইসলাম ইমন বলেন,অক্সিজেন হরিপুরে ২০১৭ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করে যাচ্ছে।
আমরা তারই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। অক্সিজেনকে শক্ত হাতে নতুন করে সাজাতে চাই। আপনাদের সকলের দোয়া ও গঠনমূলক পরামর্শ আশা করছি। পূনঃনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর জানান, সংগঠনের প্রতিষ্ঠাতা হওয়ায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করছি অক্সিজেন এর সাথে। এপর্যন্ত আমরা বিভিন্ন সমাজসেবামূলক, শিক্ষামূলক, মানবিক ও পরিবেশবাদী কার্যক্রমগুলো সম্পন্ন করেছি।
এই ধারাকে আরও গতিশীল করতে চাই। এজন্য অক্সিজেন এর উপদেষ্টা, শুভানুদ্ধোয়ী সহ সকলের গঠনমূলক পরামর্শ, সহযোগিতা ও দোআ কামনা করছি।