যশোরের অভয়নগর উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের ড্রাইভারপাড়ার বাসিন্দা,মরহুম ফজলুল হকের বড় ছেলে, সেলিম হোসেন(৪৩) নামে একব্যক্তি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। জানাগেছে ২৪ জুন বৃহস্পতিবার দুপুরে, ভাংগাগেট এলাকায়,নিজ টায়ার মিস্রীর দোকানে টায়ার মেরামতের সময় হাওয়া দিতে যেয়ে,ম্যাশিনে হাই বোল্ডের সট সার্কিটে বিদ্যুতায়িত হয়ে ঘটনা স্থালে তিনি মারা যায়। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ শামীম হাসান জানান,ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।
#চলনবিলের আলো / আপন