শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

ই-পেপার

করোনা প্রতিরোধে কাজ করছে চীনা বিশেষজ্ঞ দল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য ঢাকায় আসা চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। ডা. লি ওয়েনশিউর নেতৃত্বাধীন ১০ সদস্যের ওই প্রতিনিধি দলের চিকিৎসক, নার্সসহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা প্রথম দিনেই বাংলাদেশের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতির সার্বিক চিত্র বোঝার চেষ্টা করেছে প্রতিনিধি দলটি। সূত্র জানায়, সরাসরি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করার ক্ষেত্রে উল্লেখ করার মতো সাফল্য দেখানো দলটি দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে।

 

এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আইইডিসিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ঢাকার বিভিন্ন হাসপাতালে যাবেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পুলিশ হাসপাতাল, উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা হাসপাতালসহ বিভিন্ন কভিড হাসপাতালে সরাসরি যাবেন। সেসব হাসপাতালের চিকিৎসক ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে চিকিৎসাধীন রোগী ও তাদের দেওয়া বিভিন্ন ব্যবস্থাপত্র খতিয়ে দেখবেন। এর বাইরে তারা আইসোলেশন সেন্টার ও পরীক্ষাগার পরিদর্শনও করবেন।

 

পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ রোধ ও চিকিৎসার বিষয়ে বাংলাদেশের জাতীয় কমিটির সঙ্গেও তারা আলোচনা করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীনের এ বিশেষজ্ঞ চিকিৎসক দল আমাদের চিকিৎসকদের সঙ্গে বৈঠক ও চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি চিকিৎসার বিষয়ে সুপারিশ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর