ঠাকুরগাঁও-রুহিয়া সড়কে ঢোলারহাট ইউনিয়ন পরিষদের পাশে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভূপাল রায় (৫০) নামে এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ভুপাল রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টাপাড়া গ্রামের মৃত প্রমোদ রায়ের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ভুপাল রায় একটি মোটর সাইকেল হালখাতার দাওয়াত খাওয়ার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই সড়কের ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক হতে আসা একটি ট্রাক মোটর সাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।এতে মোটর সাইকেলের আরোহী ভূপাল রায় ছিটকে পড়ে রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি আত্বরক্ষার্থে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মোটর সাইকেল চালক সনু বর্মন অলৌকিক ভাবে রক্ষা পেলেও আরোহীর মৃত্যু হয়।খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন,একটি দ্রুতগামী ট্রাক এক মোটর সাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
#চলনবিলের আলো / আপন