রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন নিন্ম আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ১৪৯ জন দুঃস্থ, অসহায় পরিবারের মাঝে দুই লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে করোনার কারনে কর্মহীন ১৪৯ জন দুঃস্থ অসহায় পরিবারের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।