ক্রাইম রিপোর্টার, এম এস শবনম শাহীন:-
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা নেওয়ার পথে এনামুল হক নামে এই পুলিশ সদস্য মারা যান বলে বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান জানিয়েছেন। তিনি বলেন, কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর এনামুলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সকালে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এনামুল হকের বাড়ি পঞ্চগড়ে। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার আগেই তার হৃদরোগ ছিল বলে জানিয়েছেন ওসি মতিন।