শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

ই-পেপার

করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু বরিশাল থেকে হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেলনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৬:৪০ অপরাহ্ণ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনার উপসর্গ নিয়ে নগরীর বান্দ রোডস্থ বেসরকারি রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ও স্বনামধন্য চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন মঙ্গলবার রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে সোমবার সকালে ডাঃ আনোয়ার হোসেনের শ্বাসকষ্ট শুরু হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ওইদিন বিকেলে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়।

 

মৃত চিকিৎসকের পারিবারিক সূত্রে জানা গেছে, ডাঃ আনোয়ার হোসেনকে প্রথমে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে শয্যা খালি না থাকার অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখান থেকেও একইভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। পরে তার (আনোয়ার) শারীরিক অবস্থার অবনতি হলে উপায়অন্তুর না পেয়ে দ্রুত বাড্ডা এলাকার একটি প্রাইভেট হাসপাতালে ডাঃ আনোয়ারকে ভর্তি করার পর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক এ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, চিকিৎসক আনোয়ার হোসেন রবিবার রাতেও এক অসুস্থ্য রোগীর সফল অস্ত্রপাচার করেছেন। সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। তিনি আরও জানান, করোনার উপসর্গ ও আক্রান্ত কয়েকজন রোগি তথ্য গোপন করে ওই হাসপাতালে চিকিৎসা নেয়ায় প্রথমে দুইজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে মঙ্গলবার সকালে মৃত চিকিৎসকের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর