শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে শহীদ জননীর শাহান আরার দোয়া-মিলাদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২০, ৬:৩৮ অপরাহ্ণ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ জননী সাহান আরা বেগমের বিদেহী আত্মার শান্তি কামনায় মঙ্গলবার দিনভর জেলার বিভিন্ন উপজেলায় দোয়া-মিলাদ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদীর উদ্যোগে নিজস্ব কার্যালয়ে দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মিজানুর রহমান, মুলাদী থানার ওসি মোঃ ফয়েজ উদ্দীন মৃধা, চিকিৎসক ডাঃ মুহাম্মাদ মোশাররফ হোসাইন ঝিলু, সমাজ সেবক নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সাংবাদিক মোঃ শাহীন হোসেন উপস্থিত ছিলেন।
একইদিন গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০০১ সালে চারিদিকে যখন বিএনপির সন্ত্রাসী কর্তৃক দলীয় নেতাকর্মীদের ওপর একের পর এক অমানুষিক নির্যাতন, ধর্ষণ, লুটপাট, মামলা দিয়ে হয়রানী শুরু হয়। যখন প্রাণ বাঁচাতে সবনেতা নিজ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন, তখন মায়ের মমতায় শুধু নির্যাতিতদের একমাত্র ভরসাস্থলই ছিলেন শহীদ জননী সাহান আরা বেগম। অপরদিকে একইদিন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়া বার্থী তাঁরা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে বেলা এগারোটায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাহান আরা বেগম পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সহধর্মীনি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মাতা। তিনি (সাহান আরা বেগম) ছিলেন আওয়ামী লীগের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের একমাত্র আশ্রয়স্থল। তাই একমাত্র অভিভাবককে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পরেছেন ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর