আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের একান্ত সচিব গৌরনদী উপজেলা যুবলীগের নেতা ও বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান মান্নার বড় বোন শামছুন নাহার (৬৫) দীর্ঘদিন কিডনী রোগে ভুগে রবিবার রাতে ঢাকার কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …..রাজেউন)। মৃত্যুকালে মরহুমা তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন
সোমবার সকালে মরহুমার নামাজে জানাজা শেষে ঢাকা আগারগাঁও গোরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যক্তি শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।