পঞ্চগড়ের আটোয়ারীতে গভীর রাতে ফার্নিচার দোকানে অগ্নিকান্ড জনমনে নানা প্রশ্ন । জানাগেছে, উপজেলার মোলানী গ্রামের ননী গোপালের পুত্র সুশান্ত বর্মন ফকিরগঞ্জ বাজার ঘেষা সোনালী ব্যাংকের পিছনে বেশ কিছুদিন হতে কাঠ ফার্নিচার দোকানের ব্যবসা করে আসছে। সোমবার (১৭ মে) রাত প্রায় পৌনে চার টার দিকে ফার্নিচার দোকানে আগুন জ্বলতে দেখলে পার্শ¦বর্তী লোকজন চিল্লাহল্লা করে এবং দোকানের মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই পঞ্চগড় ও বোদা হতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনট এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। দোকানের মালিক সুশান্ত জানান, কাঠের বিভিন্ন প্রকার তৈরী করা ফার্নিচার দোকানের ভিতরে ছিল এবং আরো ফার্নিচার তৈরী করার জন্য কাঠ প্রস্তুত ছিল। সবকিছু মিলে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। প্রশাসন, জনপ্রতিনিধি ও বণিক সমিতির নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
#আপন_ইসলাম