বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে সময়ের বিবর্তনে হারিয়ে গেছে বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় ফজরের আজানের পাশাপাশি স্তব্ধতা ভেঙ্গে ঢেঁকির শব্দ ছড়িয়ে পড়তো গ্রামগুলোর বিভিন্ন বাড়িতে। এখন সেই শব্দ আর শোনা যায় না। অথচ একদিন ঢেঁকি ছাড়া গ্রাম কল্পনা করাও কঠিনতর ছিল। যেখানে বসতি সেখানেই ঢেঁকি। কিন্তু আজ তা আমাদের আবহমান গ্রামীন সংস্কৃতি থেকে হারিয়ে গেছে।  উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে সময়ের বির্বতনে হারিয়ে গেছে, আবহমান বাংলার এক সময়ের ধান-চাল ভাঙ্গার একমাত্র অবলম্বন ঢেঁকি। আবহমান বাংলার ঐতিহ্য এখন আর আগের মতো চোখে পড়ে না। সময়ের বির্বতনে বিলিন হয়ে গেছে ঢেঁকি। উপজেলার প্রায় প্রতিটি গ্রামের বাড়িতে বাড়িতে দেখা মিলতো ঢেঁকি। এখন ঢেঁকির কদর কমে যাওয়ায় তেমন আর দেখা মেলেনা। বিভিন্ন গ্রামের বর্তমানে কয়েকটা বাড়ি ঘুরলে দেখা মিলে টেঁকির। কিন্তু সেগুলো রয়েছে অবহেলা ও অযত্নে। ফলে এখন নতুন প্রজন্মে ঢেঁকির দেখা পাওয়া যায়না।

এক সময় উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিটি পরিবারেই ধান-চাল গুড়ো করার ঢেঁকির প্রচলন ছিল। ছিল ঢেঁকি থেকে উৎপাদিত চালের ব্যাপক প্রচলন। তখনকার সময়ে পরিবারের নারীরা ধান, গম, চালসহ বিভিন্ন খাদ্য শস্য ভাঙ্গার কাজ ঢেঁকিতেই করতেন। বিশেষ করে শবে-ই-বরাত, শবে-ই-কদর, ঈদ, পূজা, নবান্ন উৎসব পৌষ পার্বনসহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে পিঠা-পুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতে ঢেঁকির নতুন ধানের চালের গুড়ো তৈরীতে ধুম পড়ে যেত। সে সময় গ্রামের বধুদের ধান ভাঙ্গার গান আর ঢেঁকির ছন্দময় শব্দে চারিদিকে চলতো হৈ চৈ আর আনন্দ ফুর্তি। অনেক দরিদ্র পরিবার ঢেঁকিতে চাল ভাঙ্গিয়ে হাটে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করতো। আর ঢেঁকিতে ভাঙ্গা চাল খুব সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় ওই চালের খুব চাহিদা ছিল।

কিন্তু আধুনিকতার ছোঁয়া এবং সময়ের বিবর্তনে ধান, গম, চাল ভাঙ্গার মেশিনের কারনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি আজ বিলুপ্তি হয়ে গেছে।

উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের প্রবীন বাসিন্দা রেবেকা বেগম বলেন, এই অঞ্চলে ঢেঁকিতে ধান ভাঙ্গার ব্যাপক প্রচলন ছিল। ঢেঁকিতে ভাঙ্গা চালের ভাতে অনেক পুষ্টি ও সুস্বাধু। এখন মেশিনে ভাঙ্গা চালে ও ভাতে কোন স্বাদ নেই। ১ নং প্রেমবাগ ইউনিয়নের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ও সমাজ সেবক সাহাদাত হোসেন বলেন, প্রয়োজনের তাগিদে একমাত্র অবলম্বন ছিল ঢেঁকি। আর এখন গতিময় সভ্যতায় প্রযুক্তিগত উৎকর্ষেই তা বিলুপ্ত হয়ে গেছে। ঢেঁকির ঐতিহ্য এবং সুস্বাদু ও পুষ্টি সমৃদ্ধ খাবার পাওয়ার জন্য ঢেঁকির ব্যবহার অনস্বীকার্য। উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক বৃদ্ধ নারীরা আক্ষেপ করে বলেন আগের দিনে ঢেঁকিতে চাল কুটে পিঠা বানানোর মজাই ছিলো আলাদা বিকাল হলে মহল্লার সকল বোনেরা একত্র হয়ে ঢেঁকিতে চাল কুঠা আনন্দ এখন আর নেই, চালের গুড়া রৌদ্রে মেলে দিয়ে শত-শত গল্প আর আমাদের বলা হয়না। আধুনিকতার ছোঁয়ায় সবকিছু পরিবর্তন হয়ে গেছে। উপজেলার ৫নং শ্রীধরপুরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আগের ঢেঁকির প্রচলন ছিলো খুব আনন্দের এখন সবকিছু কেমন স্রৃতি হয়ে পড়েছে, আমি ব্যক্তিগত ভাবে আসা করি আগের সেই ঢেঁকিতে চাল-ধান ভাঙ্গার ঢেঁকি আবারও আমাদের মাঝে ফিরে আসুক, ও আমার মা চাচিরা সেই দিনের মতো আনন্দে দিন কাটাক। তিনি দুঃখ করে বলেন, আমরা চেষ্টা করেও আর সেই আনন্দের দিন ফিরিয়ে আনতে পারবোনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর