বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও চতুর্থ স্কাউট সমাবেশ-২০২৫ শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

পঞ্চগড়ের আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু হয়েছে। “ তারুণ্যের উদ্দীপনা,স্কাউটিং এর প্রেরণা” শ্লোগানকে সামনে রেখে বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন। ডেপুটি ক্যাম্প চীফ(খাদ্য) মোঃ রফিকুল ইসলাম(হেলাল) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্প চীফ(প্রোগ্রাম) ও স্কাউট ব্যক্তিত্ব আরিফ হোসেন চৌধুরী(এল.টি)। এরআগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে কাব ক্যাম্পুরী স্কাউট সমাবেশের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। গোটা পৃথিবী জুড়ে স্কাউটিংয়ের কার্যক্রম রয়েছে। যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই ক্যম্পুরী ও সমাবেশ থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন বলে মন্তব্য করেন তিনি। ক্যাম্প চীফ(খাদ্য) ও উপজেলা কাব ক্যাম্পুরী ও সমাবেশ উদযাপন কমিটির সমন্বয়ক জরিফ হোসেন চৌধুরী(মনি) জানান, তৃতীয় আটোয়ারী উপজেলা কাব ক্যাম্পুরী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ৪২ টি কাব দল ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেছে। অপরদিকে একই ভেন্যুতে চতুর্থ আটোয়ারী উপজেলা স্কাউট সমাবেশ ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ৪০টি স্কাউট দল অংশগ্রহণ করবে। এসময় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন,আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষখ-শিক্ষার্থী,কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব সহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর