শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

সাঁথিয়ায় ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

শামীম আহমেদ,নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১২:৪৪ অপরাহ্ণ

পাবনা জেলার সাঁথিয়ার কৃষকেরা ধানের  পরিচর্যায় বেশ ব্যস্ত সময় পার করছেন ।  সরজমীনে দেখা গেছে উপজেলার  ১০টি ইউনিয়নের  বিভিন্ন গ্রামের মাঠে শত শত  বিঘা  ধান   খেতে কৃষকগণ পরিচর্যায় ব্যস্ত সময়  পার করছেন  । চারিদিকে মাঠে মাঠে শুধু ধান  সবুজ বিস্তিন্ন এলাকা যা কৃষকদের মনের আনন্দকে আরোও বেশি উতফলিত করেছেন ।  ধানের  বাম্পার ফলনের কৃষকের মুখে হাসি  ।
ধানের  জমি প্রস্তুত,পানির সেচ প্রদান , সার  ও কীটনাশক স্পে,  পরিচর্যা ও লোকবল নিয়ে জমিতে ধান  রোপন থেকে শুরু করে ধান  কাটা  পর্যান্ত  উৎপাদিন খরচ অনেক বেড়ে য়ায় । ধান রোপনে নিয়োজিত লোকদেরকে দিন হাজিরা ৪০০ থেকে ৫০০ টাকা করে প্রদান করতে হয় । তার পরেও কৃষকেরা ভাল দামের আশায় ধানের আবাদ করেছেন ।  উপজেলার  কাশিনাথপুর   ইউনিয়নের  রামভদ্রবাটি গ্রামের  আর্দশ কৃষক মোঃ মাজেম খান, মোঃ আজগার খান এবং মোঃ মোক্তার হোসেন জানান  যে ধান  চাষ করতে আমদের যে পরিমান অর্থ খরচ হয় আমরা উৎপাদিত ধান বিক্রয় করে সেই পরিমান অর্থ পাইনা ।
সংগত কারণে আমরা দেশের সকল কৃষক প্রতিবছর আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হই । তাই যাতে আমরা উৎপাদিত ধান ন্যায্য মুল্য বিক্রয় করতে পারি সে ব্যাপারে সরকার সু-দৃষ্টি রাখবেন বলে আমরা আশা   পোশন করছি । 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর