ময়মনসিংহের নান্দাইলে রবিবার সন্ধ্যা থেকে হটাৎ গরম বাতাসে কৃষকের আবাদ করা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের শীষ শুকিয়ে সোনালি ফসল এখন সাদা রং ধারণ করেছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভার বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত (০৪ এপ্রিল) রোববার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শুধু গরম বাতাস ছিল। তবে সন্ধ্যায় হারকা শিলা বৃষ্টি পরে কোনো রকম ঝড় বৃষ্টি ছিল না।ছিলো গরম বাতাস। এর মধ্যে নান্দাইলের একটা পৌরসভা সহ ১৩ ইউনিয়নে বহু কৃষকের ফসলি জমির এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। গত (০৫ এপ্রিল) সোমবার সকালে রোদ ওঠার পর স্থানীয় কৃষকগন তাদের ফসলি জমিতে গিয়ে দেখতে পায় থোড় আসা ধান শুকিয়ে যাচ্ছে। এতে আমাদের সর্বনাশ হয়ে গেছে। সময় যাচ্ছে আর কৃষকে চোখে অন্ধকার। হতাশা হয়ে পড়েছে কৃষকেরা। কৃষকেরা বলেন, ‘জীবনেও এমন গরম বাতাস দেখিনাই। সকালে উঠে দেখি খেতের ধান মরে গেছে। আমরা কী খেয়ে বাঁচব। করজা কইরা গিরস্থি করেছি। অহন কি করে দেব? কীভাবে সারা বছর বউ পোলাপান নিয়ে চলবে ? ‘খেতের পর খেত নষ্ট হয়ে গেছে।’ এবিষয়ে নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান বলেন, আমি মাঠ পর্যায়ে ঘুরে খোঁজ খবর নিচ্ছি। কোথাও আংশিক কোথাও সম্পূর্ণ রুপে ফসল নষ্ট হয়েছে। তিনি আরও বলেন ৩৫ ডিগ্রি তাপমাত্রার বেশি তাপ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় এমন ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলার ১২০ হেক্টর জমির ফসল আংশিক ও সম্পূর্ণ রুপে ক্ষয়ক্ষতি হতে পারে।
#CBALO/আপন ইসলাম