সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে অসহায় মানুষের সাহর্য্যকারী পৌরসভা মেয়র সুশান্ত কুমার শান্ত

মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৯:৫৬ অপরাহ্ণ

যশোর অভয়নগর নওয়াপাড়া পৌরসভার সফল মেয়র সুশান্ত কুমার শান্ত, লকডাউনে আটকে পড়া মানুষকে সময়মত,এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। করোনার কারনে সরকারি ঘোষণায়, লকডাউনের প্রথমদিন আজ, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বিকেল ৪ টার পর দোকান পাট নৌকা সহ সব কিছু বন্ধ থাকবে, বিকাল ৪টায় নৌকা বন্ধ হওয়ার কারেন,প্রাই তিনশত মানুষ নদিপার, হতে না পেরে নওয়াপাড়া খেয়াঘাটে আটকা পড়ে যায়। সংবাদ পেয়ে তাৎখনিক সন্ধ্য ৭টার সময়,পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত সেখানে হাজির হয়ে সকলকে করোনার বিষয়ে সতর্ক করে লকডাউন মেনে চলার আহবান জানিয়ে, শুধু আজকের জন্য সকলকে নদি পার করে দেওয়ার ব্যবস্থা করেন। এবিষয়ে ভুক্তভুগী কয়একজন বলেন নেতার মত নেতা আমাদের এই রকমই দরকার আজ তিনি, এখানে না আসলে আমরা চরম বিপদে পড়ে থাকতাম। এবিষয়ে পৌরমেয়র সুশান্ত কুমার শান্ত বলেন,এই অভয়নগর উপজেলার প্রতিটি মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি, বিপদে পড়া মানুষের জন্য আমি আছি,সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাবো।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর