সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ায় খাজুরিয়া ইউনিয়ন পরিষদের হাল ধরতে নৌকা প্রতীক চায় আব্দুল মান্নান

সিংড়া(নাটোর)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১০:০৩ পূর্বাহ্ণ

নাটোর সিংড়া উপজেলার আসন্ন ১২ নং রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রয়েছে নতুন মুখ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান। ইতিমধ্যে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকল পেশাশ্রেণীর মানুষের কাছে জনপ্রিয়তা কুড়িয়েছে অল্প সময়ে। তার অসায়িক আচরণ, অকুন্ঠ ভালবাসা আর আদব-কায়দায় সব মিলিয়ে তাকে আপন করে নিয়েছে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জের সাধারণ মানুষ। তিনি আ’লীগের দলীয় মনোনয়নের প্রত্যশায় ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পোস্টার, প্রচারণা ও উঠান বৈঠকও শুরু করেছন। সম্প্রতি তিনি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা কর্মীদের সমর্থন নিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোঃ ওহিদুর রহমানের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন। জানা যায়,আব্দুল মান্নান ১২ নং রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের কয়াপাড়া গ্রামের মরহুম আব্দুল হামিদ এর পুত্র। তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে বি.এস.সি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.এস.সি ডিগ্রি অর্জন করে।চাকুরি যোগদান ২০০১ সাল, এসেনসিয়াল ড্রাগর্স কোম্পানি লিমিটেডে বগুড়া শাখায় কর্মরত। সরকারী আজিজুল হক কলেজের (১৯৯১-১৯৯৩) ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন ও বর্তমানে তিনি ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনাকালীন সময়ে অভাবগ্রস্থ ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন আব্দুল মান্নান। সরেজমিনে দেখা যায়,১২ নং রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে বাকি সব প্রার্থীদের চেয়ে আলোচনায় রয়েছেন আব্দুল মান্নান। আসন্ন খাজুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীকে জয়ী করতে হলে আব্দুল মান্নানের মতো সৎ, যোগ্য, শিক্ষিত, ভদ্র-নম্র ও স্বচ্ছ রাজনীতিজ্ঞ প্রার্থীর প্রয়োজন বলে মনে করছেন অত্র ইউনিয়ন আ’লীগের প্রবীন ও নবীন সকল নেতাকর্মীরা৷ আব্দুল মান্নান বলেন,সিংড়া চলনবিলের কৃতি সন্তান মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী এ্যাড.জুনাইদ আহমেদ পলক এর হাত ধরে ২০০৮ সাল থেকে সক্রীয় ভাবে দলীয় সকল কার্যক্রম সঠিকভাবে স্বচ্ছতার সাথে পালন করে আসছি । আমার রাজনৈতিক আদর্শ দেশরত্ন আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার সুযোগ দেন তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর