বেলাল হোসাইন,খাগড়াছড়ি:
দেশে করোনা ভাইরাসের নতুন সংক্রমন ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনা ভাইরাস নিয়ন্ত্রনে স্থানীয় প্রশাসন কে সঙ্গে নিয়ে গুইমারা সেনা রিজিওনের আওতাধীন সিন্দুকছড়ি জোনর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান পিএসসি জি এর নেতৃত্বে জোনের সাব কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি, রামগড় উপজেলা নির্বাহি কর্মকর্তা আনম বদরুদ্দোজা,লেফটেন্যান্ট রাইয়ান,উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামানেরর সমন্বয়ে সেনাবাহিনীর একটি দল রামগড়ের বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য জনগণ কে উৎসাহিত করেন।
পাশাপাশি জেলায় বহিরাগত কেউ প্রবেশ করলে তার কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বলেছেন।লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার সতর্কতামূলক কার্যক্রম শেষে রামগড়ের প্রত্যন্ত অঞ্চল নুরপুর এবং নিউ তৈ চাকমা পাড়া গ্রামের কর্মহীন, দুস্থ এবং দরিদ্র পরিবারের মাঝে ২৪ পদাতিক ডিভিশন এর নির্দেশনা মেতাবেক চাল,ডাল,চিনি,লবন,তৈল,আলু,আটা সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন।ত্রাণ বিতরন এবং সচেতনতামূলক কার্যক্রম শেষে লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউছার জানান করোনা প্রতিরোধর বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের এই যৌথ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং করোনা প্রতিরোধে সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশ গ্রহনের আশ্বাস দেন।
উল্লেখ্য রামগড়ে করোনা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি এর নেতৃত্বে সহসাই রামগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর সতর্কতামূলক এবং ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।