শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে স্কুল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় সতের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ৯:২০ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুলের দুইটি ভবন আগুন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল তিনটার দিকে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি শহীদ মিনারের সাথের ভবনে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় কয়েক জন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যার্থ হন। কয়েক মিনিটের মধ্যে আগুন বৃহৎ আকার ধারন করায় আশপাশের এলাকায় জনগণ জড়ো হলেও আগুন নিয়ন্ত্র করা সম্ভব হয়নি। খবর পেয়ে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির সহকারী শিক্ষক মোঃ আজিজুল ইসলাম ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাৎক্ষণিক ভাবে নান্দাইল ফায়ার সার্ভিস ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিয়ন প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে দুইটি ভবনে থাকা স্কুলের সকল আসবাবপত্র পূড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় সতের লক্ষ টাকা। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান আহম্মদ জানান, যে ভবনে আগুল লেগেছে সে ভবনের সাথে বিদ্যুৎতের কোন সংযোগ নেই। প্রতিষ্ঠানের সাথে এলাকার কারো কোন শত্রুতা নেই। তাই আগুন লাগার কারন সঠিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে স্কুলে নতুন চারতলা ভবন নির্মাণ করার জন্য পুরাতন ভবনের সকল আসবাবপত্র পুড়ে যাওয়া দুইটি ভবনের রুমে ছিলো। এগুলো সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। নান্দাইল ফায়ার সার্ভিস পরিচালক আঃ মালেক জানান, আগুনের সূত্রপাত কিভাবে হলো তা, সঠিক ভাবে বলা যাচ্ছে না। তবে আগুনে দুইটি ভবনের আসবাবপত্র সহ প্রায় সতের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর