টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
০৪ জানুয়ারি (শনিবার) উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিঞার অর্থায়নে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোছাঃ পপি খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরমান আলীসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।