নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলা সদরের শের-এ বাংলা সরকারি কলেজ মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এস কে নাহিদ (২২) রাণীনগর উপজেলা ছাত্রলীগের সদস্য ও শের-এ বাংলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার পূর্ব বালুভরা গ্রামের এস কে হাবিবুর রহমানের ছেলে।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ মামলায় এস কে নাহিদ তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার দুপুরের দিকে তাকে শের-এ বাংলা সরকারি কলেজ মাঠ থেকে গ্রেফতার হয়। এ দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।