রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আম পাড়া নিয়ে দুই মেয়ের মধ্যে বাকবিতন্ডা থামাতে গিয়ে গৌনদীতে নাতির হামলায় নানী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাত সাড়ে দশটার দিকে পুলিশ এক জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আম নিয়ে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের সোমবার সন্ধ্যায় তুমুল বাকবিতন্ডা হয়।
দুই মেয়ের ঝগড়া থামাতে চেষ্ঠা করেন তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। এসময় বড় মেয়ে ফাতেমা বেগমের পুত্র বাচ্চু বেপারীর (২২) হামলায় ঘটনাস্থলেই নানী জরিনা বেগম নিহত হন।গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের তৃতীয় মেয়ে জান্নাতুল ফেরদাউস বাদি হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেছেন।