সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান সদুরডাঙ্গীর বাসিন্দা মোঃ কামরুজ্জামান এর মেয় হাসি খাতুন। তার দুটি চোখ আজ অন্ধ প্রায়। দুরারোগ্য ব্যাধিতে তার জীবন আজ মৃত্যুর সন্ধিসন্ধিক্ষণে। তার দুটি চোখ দিয়ে ঝোরে ঝোরে রক্ত পরে দেখে যে কেউ সয্য করতে পারবেনা। হাসি খাতুনের পিতা কামরুজ্জামান দেশে ও ভারতে চিকিৎসা করিয়েছে কিন্তু কোন রকম রোকমুক্তি হয় নি। হাসির চোখের চিকিৎসা খরচ হয়ে গেছে। হাসি পিতা দরিদ্র হওয়ায় তার চিকিৎসা চালিয়ে যাওয়া পিতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই হাসি বাচার আকুতি জানিয়ে সমাজের বৃত্তবান, জনপ্রতিনিধি সহ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন। তার পরিবারের ইচ্ছায় ব্যাক্তি গত মোবাইল নং দেওয়া হল যদি সহৃদয়বান ব্যাক্তি তাকে সাহায্য করতে চান তাহলে তার সাথে কথা বলে নিতে পারেন।মোবাইল নং ০১৭৫০ ৯১৬২০৭।
#CBALO/আপন ইসলাম