লালমোহন (ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহনে ইয়াবাসহ মো: আরিফ হোসেন (২৫) নামের যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। সোমবার দুপুরে পৌরসভা ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক আরিফ ওই ওয়ার্ডের মেয়র রোড এলাকার জাফর হাওলাদারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।