সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ই-পেপার

সাংবাদিক বুরহান হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বরিশালে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৫ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশালঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাহসী সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদ, হত্যায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।
বুধবার বেলা এগারটায় নগরীর সদর রোডে বরিশালের প্রতিবাদী সাংবাদিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সাধারণ সম্পাদক মনিরুল আলম স্বপন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ^াষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সভাপতি শুশান্ত ঘোষ, মোঃ আলি খান জসিম, কবি হেনরী স্বপন, ঢাকা পোষ্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী প্রমুখ।
এসময় বক্তারা বলেন ঘটনার কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও সাংবাদিক বোরহান হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার কিংবা হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তাই অবিলম্বে সাংবাদিক বোরহান হত্যায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংবাদ কর্মীরা। মানববন্ধনে বরিশাল ফটো সাংবাদিক এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংবাদ পত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর